৫ ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ এলাকায় ২০ টি চারাগাছ রোপণ করলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চিন্ময় হালদার টিটু।
পরিবেশ বান্ধব এই উদ্যোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন,
করোনার জন্য আমি নিজ এলাকায় অবস্থান করছি।বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দেয়া কর্মসূচি অনুযায়ী আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সহ দেশের প্রতিটি ইউনিট বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছেন। তারই ধারাবাহিকতায় আমি নিজ এলাকায় ২০ টি চারা গাছ রোপণ করেছি।
সর্বসাধারণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
দেখুন আমাদের বেঁচে থাকার জন্য ও পরিবেশ ভারসাম্য টিকিয়ে রাখতে বৃক্ষ রোপণের বিকল্প কিছু নেই। তাছাড়া বাংলাদেশ একটি দূর্যোগ প্রবল দেশ, সুন্দরবনের চিরসবুজ বৃক্ষরাজি প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে। সকলের প্রতি আমার একটাই চাওয়া থাকবে যে যার অবস্থান থেকে প্রচুর বৃক্ষ রোপণ করে পরিবেশকে রক্ষা করুন।