মানুষ হইয়া মানুষের মতো
আচরণ করিবে যবে,
মানুষ হইয়া জন্ম নেওয়ার
সার্থকতা সেইদিনই হবে।
বিড়ালের মত পিছে পিছে ঘুরে
শুধু কর মেও মেও,
রেগে গেলে কখন যেন
তুমি লাথি খাও।
কুকুরের মতো যদি কর
সারাক্ষণ ঘেউ ঘেউ,
বিপদ কালেও তোমার কাছে
যাবে নাতো কেউ ।
ছাগলের মত যদি সারাদিন
শুধু কর ভ্যা ভ্যা,
সত্যিকারে ডাকলেও
কাছে কেউ যাবেনা।
গরুর মত সোজা বুদ্ধি যদি
তোমার মাথায় থাকে,
জীবনে চলার পথে আঘাত পাবে
প্রতি বাঁকে বাঁকে।
মহিষের মত না বুঝে
শুধু সামনে যাও,
কখন যেন মাথায় তুমি
বড় আঘাত পাও।
গাধার মত না বুঝে সারাক্ষণ
চলো যদি সোজা,
আজীবন তোকে টানতে হবে
ভারী ভারী বোঝা।
যদি শুয়োরের মতো চলোফেরো
সব মলমূত্র খাও,
শিকারির ফাঁদে পড়ে কখন
যেন মরে যাও।
বানরের মত এডাল ধর ওডাল ছাড়ো
এমন যদি হও,
চলার পথে কখন যেন
পথে মরে রও।
বাঘের মত সারাক্ষন যদি
মার হাঁক ডাক,
আত্মরক্ষা করতে গিয়ে তোমায়
মাথায় দিবে জোরে টাক।
এতদিন করছো যাহা
ও সব ভুলে যাও,
মানুষ হইয়া জন্ম নিছো
এবার মানুষ হও।
যে পরিচয় জন্ম নিছ
সেই পথেই চলো,
যে ভাবে বলা উচিত
সেই ভাবেই বল।
এখান থেকেই যখন তুমি
পথ ভ্রষ্ট হবে,
তোমার নিজের পরিচয়
তুমি নিজেই হারাবে।
আমরা হলাম গণ্ডমূর্খ কথা বলি
সোজাসুজি স্বাচ্ছা,
যে, যে প্রাণীর আচরণ করে
সে তো সেই প্রাণীর বাচ্চা