আন্তর্জাতিকজীবন যাপনসব

ইউরোপে বৈধ অধিভাসন আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ।

ইউরোপের দেশ গুলোতে বৈধভাবে অধিভাসন প্রত্যাশিদের আসছে ভাল সুযোগ। ব্রেক্সিটের পরে যুক্তরাজ্য তৈরি হয়েছে হয়েছে নতুন সুযোগ। এছাড়া করনায় বিপর্যস্ত ইতালিতেও রয়েছে বৈধ ভাবে অধিভাসন এর সুযোগ। তারপরও থেমে নেই বাংলাদেশি অবৈধ পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা।

বসনিয়ার জংগলে ইতালিতে যাওয়া চেস্টা করা আটকে পরা একদল বাংলাদেশি যুবক। ছবিঃ ডয়েচে অয়েল

ইউরোপের সব থেকে অধিভাসন বাজার হচ্ছে ইংল্যান্ড৷ সেখানে বর্তমানে ৫ বছরে নাগরিকত্ব পাওয়া সমম্ভব৷ পিতা-মাতা বাংলাদেশি হলেও সেখানে জন্ম হওয়া সন্তানরা এখন অত্যান্ত সহজেই ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে৷ যারা লেখাপড়া করতে গিয়ে ৪-৫ থাকার পর কোনো চাকরিতে ঢুকলে নাগরিকত্ব  দেয় ব্রিটিশ সরকার ৷ এছাড়া বাংলাদেশি টাকায় ২ কোটি টাকা বিনিয়োগ করলে নাগরিকত্ব খুব দ্রুত সময়েই পাওয়া যায়৷

পর্তুগাল ও গ্রিসও বিনিয়োগ করার মাধ্যমে নাগরিকত্বের সুযোগ দিচ্ছে৷ সেখানে বাংলাদেশি টাকার দেড় থেকে ২ কোটি টাকা বিনিয়োগ দেখাতে হয়৷! যা বাড়ি কেনা বা অন্য কোনো খাতে হতে পারে৷ কিন্তু এত টাকা ব্যবসায়ী বা ধনী ছাড়া প্রায় অসম্ভব। আর যারা ২য় একটা পাসপোর্ট দরকার হয় কেবল তারা এই সুযোগ নেন৷  তাই লেখাপড়া করতে গিয়ে নাগরিত্ব নেয়াই অনেক সহজ৷ অন্যদিকে ইটালিতে কয়েক বছর কাজ করতে করতে নাগরিকত্বের জন্য আবেদন করা যেতে পারে৷

জার্মানীতে লেখাপড়া করার জন্য যাওযার সুযোগ আছে৷ তবে সেখানে জার্মান ভাষা জানা আবিশ্যিক ৷ তবে  জার্মানীতে নাগরিকত্ব পাওয়া এতটা সহজ নয়৷

ইউরোপের দেশ গুলোতে শিক্ষীত ও দক্ষ অধিভাসন প্রতাশিতদের জন্য  কাজ আছে যথেস্ট৷ তারা সহজেই  অধিভাসন অনুমতিপত্র পায় নাগরিকত্বও পায়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।