বাংলাদেশ

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে।  

বৃস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ করার সময় এই কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, অপ্রদর্শিত জমি, বাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং নগদ বা ব্যাংকে থাকা অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার বা বন্ডের ওপর ১০ শতাংশ কর দিয়ে তা বৈধ করা যাবে। এছাড়া, একইভাবে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে ওই বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর দিলে আয়করসহ কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারবে না।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ‘দেশে প্রচলিত আইনে যা ই থাকুক না কেন, ব্যক্তি শ্রেণির করদাতাদের চলতি অর্থবছর ১লা জুলাই থেকে ২০২১ সালের ৩০শে জুন পর্যন্ত আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং নগদ অর্থ, ব্যাংকে থাকা অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যেকোনো সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দেয়া যাবে।  দিয়ে প্রদান করে আয়কর রিটার্ন প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষসহ অন্য যেকোন কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না।  এছাড়া, একই সময় ব্যক্তিশ্রেণির করদাতাগণ পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে ওই বিনিয়োগের উপর ১০ শতাংশ কর প্রদান করলে, আয়করসহ কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।