নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটায় মিটার না দেখেই বিদ্যুৎবিল তৈরির অভিযোগ উঠেছে।
করোনা ভাইরাসের প্রভাবেে যখন মানুষ দিসে হারা হয়ে পড়েছে এরি মধ্যে বরগুনার পাথরঘাটায় পিরোজপুর পল্লীবিদ্যুৎ অফিস পাথরঘাটার সাব জোনাল অফিসে বসে ইচ্ছে মত মনগড়া বিদ্যুৎ বিল তৈরির হাজারো অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরে জমিনে গিয়ে দেখা গেছে পাথরঘাটা সদর ইউনিয়ন এর ৩ নং উত্তর হাতেমপুর গ্রামের বিদ্যুৎ বিল গুলো নিয়ে আাসার পরে দেখা গেছে কোনো মিটারের সাথে কোনো বিল কাগজের ইউনিটের মিল নেই একটি মিটার কাগজে যে পরিমান ইউনিট খরচ হয়েছে তার চেয়ে অনেক বেশি বিল তারা তৈরি করে গ্রাহকদের কাছে পাঠিয়েছেন। স্হানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন জাবত এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। এ বিষয়ে পাথরঘাটার সাব জোনাল ওফিসের এক কর্মকর্তা জানিয়েছেন লোকবল সংকটের কারনেই এই সমস্যা হইতেছে একধীক গ্রাহকের বাড়ি বাড়ি না গিয়ে গড়ে একটি বিল তৈরি করে পাঠানো হয়।