পাথরঘাটাপ্রতিবেদনবাংলাদেশ

পাথরঘাটায় মানবিকতার বিড়ল দৃষ্টান্ত স্থাপন করলেন পাথরঘাটার আলোর পরিবার

নিজস্ব প্রতিবেদক

বরগুনার  পাথরঘাটায় মানবিকতার  বিড়ল দৃষ্টান্ত  স্থাপন করেছেন  পাথরঘাটা আলোর পরিবার সংঘঠন ব্যাতিক্রমি এই উদ্যেগ নিয়েছেন  একদল তরুন সমাজ। করোনা ভাইরাসের প্রভাবের শুরু থেকেই এই ব্যাতিক্রমি মানবিক কাজ করে আসছেন পাথরঘাটার মেহেদি হাসান ও সাহেব সিকদার।


ব্যতিক্রমি এই উদ্যেগে রয়েছে মুরগিও।

যারা সমাজ থেকে অবহেলিত  যাদের খাবারের দরজা বন্ধ হয়ে গেছিলো করোনা ভাইরাসের প্রভাবে তাদের খোজ খবর নিয়ে তারা সহোযোগিতায়  হাত বাড়িয়ে দিয়েছেন এরি মধ্যে  দেখা যায় 


মানসিক ভারসাম্যহীন লোকদের নতুন কাপড় ও খাবার দিলেন।

অসহায় দুস্থ এবং মানসিক ভারসাম্যহীন (পাগল)মানুষদের মাঝে খাবার বিতরন করে থাকেন। মহামারী করনার প্রভাবে সকল দোকান রেস্টুরেন্ট বন্ধ থাকায় প্রতিদিন ২ বেলা খাবার বিতরন করে যাচ্ছে এই সংগঠনটি। তারা প্রায় প্রতিদিন  রান্না  করে যে সকল প্রানি যেমন পাথরঘাটা শহরের  কুকুর থেকে শুরু  করে  মানসিক  ভারসাম্যহীন  লোকদের খাবার ব্যাবস্থা করেছেন যেটি মানবিকতা বিড়ল দৃষ্টান্ত হিসেবে  দেখছেন সমাজের লোকজন। তারা এই কার্যক্রম গুলো থেমে থাকে নি তারা সমাজের একবারে নিস্ব লোকদের বাড়ি বাড়ি  গিয়ে দেখেছেন কারা অসহায়  অবস্থায়  জীবন জাপন করছেন  ঠিক তাদেরই  তালিকা করে তারা তাদের বাড়িতেই পৌঁছে দিয়েছেন  নিত্য প্রয়োজনীয় খাবার যাতে রয়েছে  মুরগিও এ বিষয়ে জানতে চাইলে  তারা জানান আমরা প্রত্যয় সংগঠন আলো পরিবার আজ পর্যন্ত ৪৭ দিন যাবত দু বেলা খাবার দিচ্ছি। আমাদের কাজের মূল অংগিকার, হলো,,
সমাজকে আলোকিত করা
আমাদের স্লোগান হচ্ছে, 
সমাজকে আলোকিত করার প্রত্যয় পাথরঘাটার আলো। আমরা এই ঈদে, মানষিক ভারসাম্যহীন সহো অনেককে ঈদের বস্র দিবো ইনশাআল্লাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।