নাচনাপাড়া প্রতিনিধি মেহেদী
মহামারী করোনা পরিস্থিতি বেকার ও গরীব অসহায় মানুষের মধ্য আজ শনিবার সকাল ১০টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার, ২নং নাচনাপাড়া ইউনিয়নে ছাত্রলীগ এর উদ্দোগে গরীব -অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডাঃ শাওন এর অর্থায়নে ত্রান বিতরন করেন ছাত্রলীগ পরিবার । এ সময় তারা ৭কেজি চাল এক কেজি করে ডাল ও ২কেজি অালু ও এক লিটার করে তৈল বিতরন করে নাচনাপাড়ার ৫,৭,৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় ১০০ মানুষের কাছে এই ত্রান সহায়তা পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন শাওন রায়,(প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ,ঢাকা) । রবিউল ইসলাম বরিশাল সরকারি কলেজ বরিশাল জেলা ছাত্রলীগের কর্মী , সুজিত বেপারি, সাধারন সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, ৭ নং ওয়ার্ড, নাচনাপাড়া ইউনিয়ন, সজীব মিয়া। এ সময় তারা জানান আজকে আমরা ১০০ পরিবারের কাছে এই সহায়তা পৌছে দিলাম আরো ২০০ পরিবারকে এই সহায়তা প্রদান করবো, এছাড়া আরো বলেন এই করোনা ভাইরাসে কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিতে পেরে অামরা নিজেদেরকে ধন্য মনে করছি, তাছাড়াও অারো বলেন ভবিষ্যতে যেকোনো দূর্যোগে সব-সময় মানুষের পাসে থাকার চেষ্টা করবো। এই সহায়তা নিতে আসা অনেক পরিবারই খুশি কারন তাদের অনেকের পরিবারের বর্তমান অবস্থা খুবই খারাপ, এবং এই সহায়তা পেয়ে তারা জানান সহায়তা পেয়ে অামরা অনেক খুশি,তাদের সবার জন্য আমদের দোয়া রইলো আল্লাহ যেনো তাদের সবাইকে সুস্থ রাখে।