বাংলাদেশ

ঈদ উপহার কেলেঙ্কারি তালিকার ৮ লাখ মোবাইল নম্বর বাতিল, নতুন পদ্ধতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঈদ উপহার কেলেঙ্কারি: তালিকার ৮ লাখ মোবাইল নম্বর বাতিল, নতুন পদ্ধতি ঘোষণা

৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। এ টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং একাউন্টে যাওয়ার কারণে ক্ষমতাশালী ব্যক্তিরা একই ফোন নাম্বার ৩০/৪০ বার করে দিয়ে গরিবের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ কারণে তালিকায় থাকা ৮ লাখ মোবাইল নাম্বার বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত নটায় এ ঘোষণা দেয়া হয়।

জানা গেছে, তালিকায় একাধিকবার থাকায় এই আট লাখ মোবাইল নম্বর বাতিল করা হয়েছে। তথ্যটি জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, তালিকা সংশোধন করা হচ্ছে। যারা টাকা পান নি তাদের ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।