নিজস্ব প্রতিবেদক
রাইজিং বিডি’র বরগুনা প্রতিনিধি মোটরসাইকেল দূর্ঘটনায় আহত
রাইজিং বিডির বরগুনা প্রতিনিধি রুদ্র রুহান মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়েছেন। এতে শরীরের বিভিন্ন স্থানে যখমের পাশাপাশি বাম হাতের বাহুর হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।
বুধবার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা স্কুল সংলগ্ন সড়কে তিনি দূর্ঘটনার শিকার হন। সড়কে শুকাতে দেয়া মুগডালের কারণে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
রুদ্র রুহানের চাচা, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম সগীর চিকিৎসা দিচ্ছেন। তিনি জানান, অন্যান্য যখমগুলো গুরুতর নয়। তবে বাম হাতের বাহুর হাড়ে জোড়া লাগতে একটু সময় লাগতে পারে। তিনি চিকিৎসকের তত্বাবধান ও পরামর্শে গ্রামের বাড়িতে চিকিৎসাধীন আছেন।