গল্পবিনোদন

কবিতা- ও পুলিশ ভাই

ও পুলিশ ভাই
মোঃ লিটন

ও পুলিশ ভাই তোমাকে
ধন্যবাদ জানাই,
জানি তুমি করেছো শপথ
যতই আসুক আপদ বিপদ
দেশকে তুমি রাখবে নিরাপদ।

তুমি নির্ভীক তুমি যে দেশপ্রেমীক
তুমি যে নিদ্রাহীন
তবুও শীড় উন্মোচিন
তুমি আজ দেশের জন্য
নিজেকে করেছো বিপন্ন

তাই মহামারীর দুর্দিনে আজ
সচেতনতার করছে যে কাজ
খাবার নিয়ে ছুটছো তুমি
হাসপাতালে নিচ্ছে তুমি
লাশের বোঝা ও বইছো তুমি
তোমায় সেলুট হাজারবার

করোনা এসে দেখিয়ে দিল
পুলিশ বন্ধু সকলের,
দেশের জন্য জীবন গেলো
কত পুলিশের।

সালাম তোমায় হাজার সালাম
দিচ্ছে জনগণ
নিজের দিকে খেয়াল রেখো
এই নিবেদন।

One Comment

  1. ও পুলিশ ভাই
    লেখকঃ- মোঃ লিটন

    ও পুলিশ ভাই তোমাকে
    ধন্যবাদ জানাই,
    জানি তুমি করেছো শপথ
    যতই আসুক বিপদ আপদ
    দেশকে তুমি রাখবে নিরাপদ।

    তুমি নির্ভীক তুমি যে দেশপ্রেমীক
    তুমি যে নিদ্রাহীন
    তবুও শীড় উন্মোচিন,
    তুমি আজ দেশের জন্য
    নিজেকে করেছো বিপন্ন।

    তাই মহামারীর দুর্দিনে আজ
    সচেতনতার করছো যে কাজ,
    খাবার নিয়ে ছুটছো তুমি
    হাসপাতালে নিচ্ছে তুমি
    লাশের বোঝা ও বইছো তুমি
    তোমায় সেলুট হাজারবার।

    করোনা এসে দেখিয়ে দিল
    পুলিশ বন্ধু সকলের,
    দেশের জন্য জীবন গেলো
    কত পুলিশের।

    অনাহারীর মুখে তুমি
    দিচ্ছ খাবার তুলে,
    তোমার নিজের লুকিয়ে রাখা
    শত কষ্ট ভুলে।

    সালাম তোমায় হাজার সালাম
    দিচ্ছে জনগণ,
    নিজের দিকে খেয়াল রেখো
    এই নিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।