গ্রাম বাংলাজানালাজীবন যাপনপাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশরাজনীতিসব

পাথরঘাটায় অটোচালকে মারধর ও দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ 

পাথরঘাটায় অটোচালকে মারধর ও দাড়ি ছিড়ে ফেলার অভিযোগ

বরগুনার পাথরঘাটা অটোরিক্সা চালক শহিদুর রহমান নামের এক ব্যক্তির দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বেলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বেলা ১১ টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী অটোচালক ছিঁড়ে ফেলা দাড়ি নিয়ে সংবাদ সম্মেলন করেন।

এর আগে সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদরি ইউনিয়নের বাদুরতলা এলাকার কালাম ফরেস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বেলাল হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাদুরতলা এলাকার মো. আলম মিয়ার ছেলে।

লিখিত বক্তব্যে শহিদুর রহমান বলেন, ঘটনার দিন বাদুরতলা বাজার থেকে তার বাড়ি দক্ষিণ হাড়িটানার দিকে যাচ্ছিলেন। বাদুরতলা এলাকার কালাম ফরেস্টার বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ড্রাইভার বেলাল হোসেন তাকে গাড়ি থামিয়ে তাকে হত্যা করতে চেয়ে ছিলো বলেই অটো থেকে টেনে দাড়ি ধরে নামিয়ে এলোপাথাড়ি কিল ঘুসি দিতে থাকেন। তিনি আত্মরক্ষার চেষ্টা করলেও তার হাত থেকে বাঁচতে পারেননি। এ সময় দাড়িটেনে ছিড়ে ফেলেন এবং তাকে বলেন এ নিয়ে বারাবাড়ি করলে তার অনেক ক্ষতি করে ফেলবেন।

তিনি আরো বলেন, পাথরঘাটা থানায় অভিযোগ করার জন্য গেলে অভিযুক্ত বেল্লাল তাকে বিভিন্ন রকমের হুমকি-ধামকি দেন এবং বলেন, থানায় আসবি বিষয়টি জানতে পারলে থানার গেটের মধ্যেই ডুকতে দিতাম না বলে হুমকি দেয়া হয়।

স্থানীয় আয়নাল মৃধা জানান, ঘটনার দিন দুপুরের দিকে শহিদুর রহমানের স্ত্রী কারিমা বেগম ফোন করে জানান তার স্বামীকে কে বা কারা মারধর করে রাস্তায় ফেলে রেখেছে। এ সময় দ্রত ঘটনাস্থলে গিয়ে শহিদুর রহমানকে তার অটোরিক্স এর উপর পড়ে থাকতে দেখেন। তখন তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে পাথরঘাটা থানায় গিয়ে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত বেলাল হোসেন দাড়ি ছিঁড়ে ফেলার বিষয়টি অস্বীকার করলেও মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, জাফরের দোকান এলাকা থেকে তিনি বাদুরতলা বাজারের দিকে আসছিলেন। মধ্যে কালাম ফরেস্টারের বাড়ির সামনের মোড়ে অটো ড্রাইভার শহীদুর রহমান তার গায়ে গাড়ি উঠিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলো। এ সময় শহিদুর রহমানের সাথে কিল ঘোষ এর ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, একজন ব্যাক্তির দাড়ি ছিরে  ফেলেছে এরকম একটি ঘটনার কথা শুনেছি। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইননানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।