
সিডরের সঙ্কট কাটিয়ে কৃষিতে সম্ভাবনার পথে হাঁটছে পাথরঘাটার ১৬০ কৃষক। সিডর যেমন প্রাণ কেড়ে নিয়েছিলো তেমনি উর্বরা করে দিয়েছে জমি। সজনদের মৃত্যুর ধকল কাটিয়ে ১৩ বছরে কৃষিতে যথেষ্ট এগিয়েছে পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের কৃষক। মাঠে তাদের হরেক রকম রবি আবাদের আয়োজন। সব রকমের বীজ মিললেও, মিলছে না এবছর মানসম্পন্ন সূর্যমুখীর বীজ। গত বছর স্থানীয় পর্যায় থেকে বীজ কিনে ঠকেছে এই কৃষকরা। এবছর উদ্বিগ্ন ছিলো বীজ নিয়ে। এই পরিস্থিতি পাল্টে দিয়েছে সংগ্রাম। সংগ্রাম চীন থেকে এসিআই কোম্পানীর মাধ্যমে ‘হাইসান ৩৬’ সূর্যমুখী বীজ সংগ্রহ করেছে এবং রুহিতা গ্রামের ১৬০ জন কৃষকের মাঝে আজ বিনামূল্যে বিতরণ করেছে। সদর ইউনিয়নের রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বীজ বিতরণ করা হয়। স্থানীয় সমাজ সেবক ও উন্নয়নে যুব সমাজের ইউনিয়ন কমিটির সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার। বিশেষ অতিথি ছিলেন রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, সংগ্রাম’র পরিচালক মাসউদ সিকদার। চাষ পদ্ধতির উপর ধারণা প্রদান করেন চৌধূরী মাসুম কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাকির হোসেন। বীজ বিতরণ করেছে সংগ্রাম বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মামুন আর রশিদ, সহকারি ভ্যালুচেইন ফেসিলিটেটর মো. মাসুদুর রহমান ও ফজলুল হক সোহাগ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ও সংগ্রাম’র বাস্তবায়নে ‘সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’-প্রকল্পের মাধ্যমে এই বীজ প্রদান করা হয়েছে।