
স্টাফ রিপোর্টারঃ বরগুনা জেলার তালতলী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সংগ্রাম’র ব্যবস্থাপনায় ও ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালনায় সংগ্রাম তালতলী শাখায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ চক্ষু ক্যাম্পে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোঃ জান্নাতুন নাঈম। চক্ষু ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র জোনাল ম্যানেজার ফয়সাল আহমেদ। সংগ্রাম তালতলী শাখার ম্যানেজার মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়পাঙ্গাশিয়া কলেজ’র অধ্যক্ষ নাসির উদ্দিন, বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু। এ চক্ষু ক্যাম্প এর মাধ্যমে তালতলী উপজেলার দুইশত সাতান্ন’ রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এসকল রোগীদের মধ্যে ৪০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।