গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাথরঘাটা ইউনিয়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ৩ দিন ব্যাপি উন্নত পদ্ধতিতে গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৪ জন নারী ও একজন পুরুষ অংশ নিয়েছে। পাথরঘাটা হাসপাতাল সড়কের সংগ্রাম ভেন্যুতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেছেন পাথরঘাটা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরেবিন্দু দাস, অবসরপ্রাপ্ত ডিএলও মো. সিদ্দিকুর রহমান, চৌধূরী মাসুম কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রভাষক মো. মাসুদুর রহমান ও সংগ্রাম’র প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. মাসউদ সিকদার। প্রশিক্ষণের তৃতীয় দিবসে অংশগ্রহনকারীগণ মাঠ পর্যায়ে দু’টি গাভীর খামার পরিদর্শন করেন। সব শেষে পাথরঘাটা প্রাণিসম্পদ অফিস থেকে সংগৃহিত জার্মান ঘাসের কাটিং অংশগ্রহনকারীদের মাঝে সরবরাহ করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এবং সংগ্রাম’র বাস্তবায়নে পাথরঘাটা সদর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে এবং জার্মান ঘাস সরবরাহ করা হচ্ছে। এই কর্মসূচিতে অনুদাননির্ভর বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধিমূলক ঋণ প্রদান করা হয়। এদের মধ্যে যারা দেশী জাতের গাভী পালন করে তাদেরকে অধিক দক্ষ করার উদেশ্যে তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সংগ্রাম’র হাড়িটানা শাখার ১৪ জন, পাথরঘাটা শাখার ৩ জন ও হাতেমপুর শাখার ৮ জন গাভী পালনকারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন। বাদুরতলা গ্রামের কাজল বেগম গাভী পালন প্রশিক্ষণ শেষে বাড়িতে চাষের জন্য একমুঠি জার্মান ঘাসের কাটিং পেয়েছে। প্রশিক্ষণে এর চাষ পদ্ধতিও জেনেছে। যদি ঠিকঠাক চাষ করা সম্ভব হয়, তবে মাঠ-ঘাট ডুবে যাওয়া বর্ষায় গোয়ালে আবদ্ধ গরুর জন্য আকালের দিনগুলোতে জরুরী খাবার হিসেবে এই ঘাস কেটে দেয়ার একটা উপায় ময়না পেয়েছে। শুধু ময়না নন, পাথরঘাটা ইউনিয়নের ২৫জন গাভী পালনকারী এই সুবিধা পেয়েছেন।