যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ঘূর্ণিঝড়।
অনলাইন ডেস্ক,
এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ পর্যায়ে উঠে আসে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
হনুলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে আসতে আসতে আগামী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।
পূর্বাভাসে বলা হচ্ছে, এটি যখন আজ শনিবার সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার সকালে দ্বীপপুঞ্জে পৌঁছাবে, তখন এটি ক্যাটাগরি-১-এর হারিকেন অথবা শক্তিশালী ঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। এ ছাড়া প্রবল বাতাস, ভয়ংকর ঢেউ, ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ডগলাস এখন ক্যাটাগরি-৩ পর্যায়ে আছে। এটি এখন ঘণ্টায় ১১৫ মাইল বেগে কেন্দ্র থেকে ২৫ মাইল বিস্তৃত হয়ে অবস্থান করছে।
বর্তমানে ঘূর্ণিঝড় ডগলাস হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। সেটি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। আঘাত হানার সময় এর গতি কমে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আছড়ে পড়তে পারে।