পাথরঘাটা
পাথরঘাটায় এই প্রথম জেলেদের নিয়ে আই ইসি ক্যাম্পেইন শুরু করেছে (এস ডি এফ)
- নিজস্ব প্রতিবেদক: মিজান শাহরিয়ার,
বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে চলছে জেলেদের নিয়ে আই ইসি ক্যাম্পেইন।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট
উপকূলবর্তী সামুদ্রিক টেকসই মৎস্য প্রকল্প।
প্রকল্প বাস্তবায়নে: মৎস্য অধিদপ্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর এই কার্যক্রম শুরু হয়েছ।
ব্লু ইকোনমি বা সুনীল সমুদ্র সুফল আনয়নের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (উপকূলবর্তী সামুদ্রিক মৎস্য প্রকল্প) নামক একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা প্রকল্প করছে যেখানে মৎস্য অধিদপ্তর এর পাশাপাশি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছেতাদের লক্ষ্য ও উদ্দেশ্য
প্রকল্প এলাকার অতি দরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রকল্পটির মূল উদ্দেশ্য জীবনমানের উন্নয়নের মাধ্যমে দরিদ্র বিমোচনে উপকূলীয় এবং সামগ্রিক মৎস্যজীবীদের অবদান রাখার লক্ষেই এই সংস্থার কাজ। এবিষয়ে ডিজিটাল চোখডটকমকে প্রণব কুমার আরো জানান তাদের প্রকল্পের প্রধান কাজ সমূহ হচ্ছে:
১: কর্মএলাকা সমাজ ভিত্তিক প্রতিষ্ঠানের স্থায়ী ও টেকসই মৎস্যজীবী গ্রাম সংগঠন তৈরি করা
২: বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান যাতে করে নিজেরাই নিজেদের সংগঠনের কাজ পরিচালনা করতে পারে
৩: বিকল্প জীবিকায়নে কর্মসূচির জন্য আইজি প্রশিক্ষণ প্রদান
৪:দরিদ্র ও অতিদরিদ্র মৎস্যজীবী পরিবারের প্রদান কিংবা বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য কারিগরি প্রশিক্ষণ প্রদান
৫: বিভিন্ন মানদণ্ডের আলোকে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা এবং সেখানে অফিস গৃহ নির্মাণে সহায়তা প্রদান।
৬: মৎস্যজীবী গ্রাম সংগঠনসমূহকে প্রাতিষ্ঠানিক উন্নয়ন তহবিল এসএফ তহবিল ও ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন তহবিল প্রদান।