বিশ্বে করোনা শনাক্তে শীর্ষ চারে ভারত।
আন্তর্জাতিক ডেস্ক,
দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩শ ৯৪ জনের মৃত্যু।
করোনা শনাক্তের সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়ে গেছে দেশটি। সেখানে করোনায় মোট আক্রান্ত প্রায় তিন লাখ। একদিনে মারা গেছে ৩শ’ ৯৪ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে।
ব্রাজিলে একদিনে ১২শ’ বেশি মানুষের প্রাণহানি হয়েছে, মোট মৃত্যু ৪১ হাজারের বেশি। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়েছে। মেক্সিকোতেও বেড়েছে মৃত্যু, একদিনে ৭শ’ ৮ জনসহ মোট মৃত্যু ছাড়িয়েছে ১৫ হাজার।
যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ২০ লাখ ৮৯ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ, মৃত্যু সাড়ে ছয় হাজারের বেশি।
বিশ্বে শনাক্তের সংখ্যা ৭৫ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন ৩৮ লাখের বেশি। প্রাণ হারিয়েছেন চার লাখ ২৩ হাজারের বেশি মানুষ। এছাড়া বিশ্বে ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৬ হাজারের বেশি শনাক্ত হয়েছে। আর প্রাণহানি প্রায় পাঁচ হাজার।