নিজস্ব প্রতিবেদক,
পাথরঘাটায় চায়না প্রজেক্ট কাজে জনদুর্ভোগ।
বরগুনার পাথরঘাটায় মহা সড়কে সংযোগ খালের উপর কালবাট নির্মাণ কাজ শুরু হয়ে এখন করোনা কালীন সময় তা সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ লোকজন ও ছোট ছোট গাড়ি পারাপারে
এখন মরণফাঁদে পরিনত হয়েছে । পাথরঘাটা থেকে চরদুয়ানী যাওয়ার পথে এরকম দুটি কালবাট নির্মাণ কাজ শুরু করে চায়না প্রজেক্ট । করোনা মহামারীর জন্য কাজটি বন্ধ থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনের । ব্যাটারি চালিত অটো এবং সি এনজি গাড়ি গুলো যাত্রী নামিয়ে ঝুকি নিয়ে পারাপার হচ্ছে এমতাবস্থায় রাস্তা টি মেরামত জরুরি দরকার বলে মনে করেছেন স্থানীয় লোকজন । তাদের দাবি বড় কোনো দূর্ঘটনা হওয়ার আগেই সড়কটি মেরামত জরুরি ।