বাংলাদেশ

৭২ বয়সী বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়া হলে সেটি ভাইরাল হয়।

গত ২৪শে মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের এই ঘটনা ঘটে। ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা আনছুর আলম ও তার সহযোগীরা ওই বৃদ্ধের ওপর অমানবিক নির্যাতন চালায়।

এ ঘটনার পর গত ৩১শে মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে ৮ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এতে আসামী করা হয়েছে, ওই এলাকার মৃত মনির উল্লাহর ছেলে বদিউল আলম (৫৫), আনছুর আলম (৩৫),শাহ আলম (৫২), শাহ আলমের স্ত্রী আরেজ খাতুন (৪৮), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), আবদুল জাব্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) এবং মনজুর আলমের ছেলে মো. রুবেলকে (২৮)।

বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ বলেন, ‘তুচ্ছ ঘটনার জেরে আমার বাবাকে অমানবিকভাবে মারধর করেছে যুবলীগ নেতা আনছুর আলম। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা হওয়ায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকায় ডাকাতি, জমি জবরদখল ও চাঁদাবাজীসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।’

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আশরাফ হোসাইন একটি এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, ‘বিষয়টা আমি ফেসবুকে দেখেছি। ঘটনার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।