
নেত্রকোনায় নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ তুলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। অথচ বারবার ইসলাম ও কুরআন শরীফের অবমাননা করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন straff মুক্ত না থাকে, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কেউ যেন কুরআন শরীফ নিয়ে কটূক্তি করতে সাহস না পায়।”
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি নুরে আলম এবং সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দীন কারিমী।
এছাড়াও বক্তব্য রাখেন,মুফতি সাব্বির আহমেদ,যুবনেতা সম্রাট গণি,মুফতি রেজাউল করীম,মুফতি বরকত উল্লাহ,মাওলানা ইমরান
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল হক।
সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে অপূর্ব পালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে কেউ straff ছাড়া না থাকে।