দুর্গাপুরে মানবিক কর্মকাণ্ডে বিএনপি: এক বছরে জনকল্যাণমূলক দৃষ্টান্ত স্থাপন
তোফায়েল আলম ভূঁইয়া,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

দুর্গাপুরে মানবিক কর্মকাণ্ডে বিএনপি:এক বছরে জনকল্যাণমূলক দৃষ্টান্ত স্থাপন
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৫ আগস্ট ২০২৪ থেকে এক বছর পার হতে চলেছে। এই এক বছরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অর্থ, মানবতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শুক্রবার জুমার নামাজের পর দুর্গাপুর উপজেলার বিভিন্ন মসজিদ ও বাজার এলাকায় এই কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত বিবরণী লিফলেট আকারে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় বাস্তবায়িত এই কর্মসূচিগুলো এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।গত বছর জুলাই-আগস্ট মাসে সরকারবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহীদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে এসব পরিবারকে নতুন পোশাক ও খাদ্যসামগ্রীও বিতরণ করে উপজেলা বিএনপি।
আন্দোলনে আহত চণ্ডিগড় ইউনিয়নের পেছিয়া গ্রামের যুবক রাজীবকে আত্মনির্ভরশীল করতে প্রদান করা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা ও হুইলচেয়ার।পবিত্র রমজানে ‘হেফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫’ সফলভাবে আয়োজিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপজেলা বিএনপির নেতারা।
দুর্গাপুর উপজেলার অন্যতম প্রধান সমস্যা সোমেশ্বরী নদীতে পারাপারের দুর্ভোগ। এ সমস্যা সমাধানে বিএনপির অর্থায়নে তিনটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে শিবগঞ্জ কাঠের ব্রিজ,চৈতালি কাঠের ব্রিজ,গাঁওকান্দিয়া বিরিশির কাঠের ব্রিজ
এই সেতুগুলো বর্তমানে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও পর্যটকদের চলাচলে অভাবনীয় স্বস্তি এনে দিয়েছে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্য ও ত্রাণ বিতরণ,গৃহহীন এক বৃদ্ধাকে আধাপাকা ঘর নির্মাণ করে হস্তান্তর,চিকিৎসা সেবায় মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির,অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,“বিএনপি শুধু রাজনীতির জন্য রাজনীতি করে না। আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই, তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে চাই।দুর্গাপুরে আমাদের প্রতিটি উদ্যোগ গণতন্ত্র ও মানবতার প্রকৃত চিত্র তুলে ধরছে।”
গত এক বছরে বাস্তবায়িত এই কর্মসূচিগুলো দুর্গাপুর উপজেলা বিএনপিকে জনকল্যাণমূলক রাজনীতির এক ব্যতিক্রমী মডেলে রূপ দিয়েছে। দলের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের এমন দৃষ্টান্ত সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচিগুলোর মাধ্যমে বিএনপি জনগণের নিকট আরও গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।