গ্রাম বাংলাপাথরঘাটাপ্রতিবেদনবরিশালবাংলাদেশসব

বোরহানউদ্দিন বাজারের যানজট যেন থামছেই না

আশরাফুল ইসলাম সোহেল,ভোলা জেলা প্রতিনিধি

বোরহানউদ্দিন বাজারের যানজট যেন থামছেই না

ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রাণকেন্দ্র বোরহানউদ্দিন বাজার। প্রতিদিন হাজারো মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে ও বিক্রি করতে এখানে আসেন। যদিও সবসময় এই বাজার এলাকায় যানজট থাকে না, তবে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে রিকশা, ভ্যান, অটোরিকশা এবং ক্রেতাদের ভিড়ে সড়কগুলো কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে।

এ সময় অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ ক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বাজারের ভেতর মূল সড়কে যানবাহনের চাপ বাড়লে গাড়ি ও মানুষ চলাচল কঠিন হয়ে যায়।

স্থানীয়রা সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ করা গেলে এই সাময়িক যানজট অনেকটাই কমে আসবে। তবে বাজারের ভিড় নিয়ন্ত্রণে না আনা গেলে প্রতিদিনই নির্দিষ্ট সময়ে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।