
শেরপুরে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে জামায়াতের প্রেসব্রিফিং
শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামী এক প্রেসব্রিফিং করেছে।
১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ-সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।