গ্রাম বাংলাপ্রতিবেদনবাংলাদেশরাজনীতিশেরপুরসব

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে পিপি’র সংবাদ সম্মেলন

মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে পিপি’র সংবাদ সম্মেলন

শেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে চালানো ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর (বুধবার) রাতে শেরপুর শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।

তিনি বলেন, “আমি ১৮ নভেম্বর ২০২৪ সালে সরকারিভাবে পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে রাষ্ট্রপক্ষে ন্যায়বিচার নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের দায়ের করা মামলাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করেছি। এটি আমার দায়িত্বের অংশ।”

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে যথারীতি জামিনের বিরোধিতা করেন তিনি। তবে বিজ্ঞ আদালত আসামিকে আইনজীবী ও বাদীর জিম্মায় জামিনে মুক্তি দেন। “এটি আদালতের স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির কোনো আইনগত এখতিয়ার বা প্রভাব নেই। অথচ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা মানহানিকর।”

সংবাদ সম্মেলনে তিনি আরও স্পষ্ট করে জানান, রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে প্রায় এক বছর আগে ছয়টি মামলায় অ্যাডভোকেট চন্দন কুমার পাল জজ কোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হন এবং পরে মহামান্য হাইকোর্ট থেকে জামিন পান।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ শেরপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।