
পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
বরগুনার পাথরঘাটায় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশী চালানোর সময় তাদের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশীতে তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত দুই মাদক কারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক ব্যবসা ও সেবন সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই জনগণের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কোস্ট গার্ডের এই অভিযান পাথরঘাটাসহ বরগুনা জেলার মাদক ব্যবসায় জড়িত চক্রের বিরুদ্ধে বড় ধরনের বার্তা। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মাদক ব্যবসা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।