
পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকধারী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান কাসেমী। ২৬ জুলাই শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা জেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ্, পাথরঘাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন আহমদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম। তিনি বলেন, “আমরা সব সময়ই ভালো কাজের পাশে আছি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে যেসব কাজ আপনাদের দ্বারা সম্পাদিত হবে, তার সাথে আমরা শতভাগ সহমত পোষণ করি। সমাজের অসংগতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা নির্ভীক ভূমিকা রাখছে এবং রাখবে।”
সভায় ইসলামী আন্দোলনের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের আয়না। আপনাদের মাধ্যমেই আমরা সত্য ঘটনা জানতে পারি। আপনাদের কলম সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে চলুক—এটাই আমাদের কামনা।”
মতবিনিময় সভার প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান কাসেমী বলেন, “সাংবাদিকরা হলেন রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। আপনারাই পারেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে। আমাদের ভুল-ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, যাতে আমরা তা সংশোধন করতে পারি। আবার আমাদের ভালো কাজগুলোকেও তুলে ধরুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফ তৌহীদ, সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব, নির্বাহী সদস্য জয় বিশ্বাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে সভাপতি আবু সালেহ জসিম তাঁর সমাপনী বক্তব্যে অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।