পাথরঘাটাপ্রতিবেদনবরগুনাবরিশালবাংলাদেশরাজনীতিশিক্ষাসব

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর সৌজন্য  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর সৌজন্য  মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকধারী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান কাসেমী। ২৬ জুলাই শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরগুনা জেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ্, পাথরঘাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হুসাইন আহমদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম। তিনি বলেন, “আমরা সব সময়ই ভালো কাজের পাশে আছি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে যেসব কাজ আপনাদের দ্বারা সম্পাদিত হবে, তার সাথে আমরা শতভাগ সহমত পোষণ করি। সমাজের অসংগতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা নির্ভীক ভূমিকা রাখছে এবং রাখবে।”

 

সভায় ইসলামী আন্দোলনের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের আয়না। আপনাদের মাধ্যমেই আমরা সত্য ঘটনা জানতে পারি। আপনাদের কলম সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে চলুক—এটাই আমাদের কামনা।”

 

মতবিনিময় সভার প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান কাসেমী বলেন, “সাংবাদিকরা হলেন রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। আপনারাই পারেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে। আমাদের ভুল-ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, যাতে আমরা তা সংশোধন করতে পারি। আবার আমাদের ভালো কাজগুলোকেও তুলে ধরুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফ তৌহীদ, সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব, নির্বাহী সদস্য জয় বিশ্বাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভা শেষে সভাপতি আবু সালেহ জসিম তাঁর সমাপনী বক্তব্যে অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।