পাথরঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

পাথরঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা
মাইনুল হাসান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:-
বরগুনার পাথরঘাটা উপজেলায় ‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রাঙ্গণে বর্ণাট্য আয়োজনে ‘ফল মেলার’ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত মেলা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশী ও বিদেশি মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন বলেন মেলা দেখতে বিভিন্ন পেশাজীবি, গন্য মান্য, সাংবাদিকবৃন্দরাসহ পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্তরের অতিথিরা ছুটে আসেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন, এ সময় সকলকে ফলচাষে উৎসাহিত করেন।
তিনি আরও বলেন পাথরঘাটার লবনাক্ত ও নিচু জমিকে সর্জন পদ্ধতিতে (শোধন) করে ফল বাগানে রুপান্তরিত করে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। সকলে ফলচাষ বিষয়ক পরামর্শ ও দেয়া হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিলুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস, মোহাম্মদ ফয়সাল আহমেদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা। শ্যামল চন্দ্র হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। কাজী তোফাজ্জল হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ হিমেল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় সকল শ্রেণির ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।