গ্রাহকদের জন্য বিরাট সুসংবাদ দিলো নগদ

গ্রাহকদের জন্য বিরাট সুসংবাদ দিলো নগদ
সম্প্রতি সমাপ্ত মার্চ মাসে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। শেষ হওয়া এই মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার কোটি টাকার বেশি লেনদেন করেছে। এই অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। গত সোমবার (৭ এপ্রিল) নগদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সর্বসাধারনকে। এতে আরো বলা হয়েছে, নগদের যাত্রা শুরু হয়ছে কেবল মাত্র ছয় বছর হলো,এর মধ্যেই বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে প্রতিষ্ঠানটি। এই স্বল্প সময়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ব্যাপক। তারই ধারাবাহিকতায় সর্বশেষ মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়লো। তথ্য বলছে ২০২৪ সালের জুন মাসের দিকে প্রায় ৩২ হাজার কোটি টাকার ও বেশি লেনদেন করে প্রতিষ্ঠানটি।নগদের এমন সাফল্যকে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান। নগদের এসব লেনদেনের সিংহভাগই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জ। মার্চ মাসজুড়ে নগদ পেমেন্টে চলমান ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় প্রতিঘণ্টায় উপহার জেতার সুযোগ দিয়েছিল।
নতুন এই মাইলফলক অর্জন করায় সকল গ্রাহক, কর্মী, উদ্যোক্তাসহ সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, “সাফল্য কখনোই ঘটনাচক্রে আসে না, এটা সকলের যৌথ পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। তাছাড়া সবাই যখন একই লক্ষ্য ও একই মূল্যবোধ ধারণ করে কাজ করে তখন শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করাটাও সহজ হয়।” তিনি আরো বলেন,”বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারাও স্বাচ্ছন্দ্যে আগের চেয়ে বেশি লেনদেন করছেন।”