পাথরঘাটায় ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। র্যালি, আলোচনাসভা ও প্রতিবন্ধ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করা হয় এই দিবসকে ঘিরে। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে পাথরঘাটা পৌর শহরের গোলচত্তর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’।
র্যালি শেষে পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় এনজিও সংগ্রাম’র পক্ষ থেকে ৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রতিবন্ধী শিশুদের হিয়ারিং এইড ১৫ টি, কর্নিয়ার চেয়ার ৫ টি, স্টান্ডিং ফ্রেম ৫ টি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী শিশু প্রাথমিক সনাক্তকরণ ও প্রাথমিক পদক্ষেপ গ্রহন প্রকল্প মিলে আরো শিশুদের সহায়ক উপকরণ, বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, অ্যাসেট হস্তান্তর, প্রতিবন্ধী শিশুদের পুষ্টি বৃদ্ধির জন্য হাস-মুরগি ও সবজি চাষের জন্য অনুদান. হোম মডিফিকেশন ৬০ টি, রিসোর্স সেন্টার ৩০ টি গড়ে তোলা হবে বলে আলোচনা সভার মাধ্যমে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, পাথরঘাটা থানা ওসি (তদন্ত) ইয়াকুব আলী, সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. মাসুম, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আরিফুর রহমান, ইআই ইআই প্রজেক্ট অফিসার মো. রফিকুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের উপযুক্ত যত্ন নিলে এবং এদের সঙ্গে ভালো আচরণ ও বিকশিত হওয়ার সুযোগ দিলে এরা সমাজে অনেক অবদান রাখতে পারে।