জীবন যাপনবরগুনাস্বাস্থ

বামনায় পল্লী সেবা পরিবহনের উদ্বোধন হলো

গ্রামের অভ্যন্তরে সরু রাস্তায় বসবাসরত দরিদ্র রোগি যাদের শোয়ানো অবস্থায় স্থানীয় হাসপাতালে আনতে হয় তাদের সুবিধা নিশ্চিত করতে সংগ্রাম ও পিকেএসএফ’র স্বল্প মূল্যে আধুনিক ব্যবস্থার সংস্করণ পল্লী সেবা পরিবহন।
পল্লী সেবা পরিবহনে অ্যাম্বুলেন্সের সকল কার্যকারিতা বিদ্যমান রেখে আধুনিক প্রযুক্তি সংযোজন করে বরগুনায় তৈরি হয়েছে। রোগি না পেলে চালক অ্যাম্বুলেন্স’র সিট পরিবর্তন করে আরোহী পরিবহন করতে পারবে।
গত ১৯ নভেম্বর বিকেল ৫ টায় “পল্লী সেবা পরিবহণ” এর উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান। এসময় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও মোঃ আব্দুল্লাহ আল জুমা, সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন, পিকেএসএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যানেজার ড. আশরাফুল আলম, বামনা সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসাইন, নয়াদিগন্ত পত্রিকার জেলা সংবাদদাতা মো: গোলাম কিবরিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পিকেএসএফ’র সহযোগিতায় বামনা উপজেলার সদর ইউনিয়নে সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় “পল্লী সেবা পরিবহণ” টি বামনা সদর ইউনিয়নের চালক মো: সাইফুল ইসলাম কে বিনা সুদে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ ও বাকী টাকা পিকেএসএফ’র অনুদান প্রদানের মাধ্যমে প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সার্বিকভাবে প্রচারণার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়, এর ফলে রোগি এই সুবিধা গ্রহন করতে পারে। চালক সাইফুল ইসলাম স্বল্প পরিবহন মূল্যে রোগির পরিবার থেকে কল পেলে সহযোগিতার জন্য দ্রুত চলে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এড ব্লক এল্যার্ট

আমাদের সাইটি ভিজিট করতে দয়া করে আপনার ব্রাউজারের এড ব্লক এক্টেনশনটি বন্ধ করুন।