পাথরঘাটায় ১কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১
বরগুনার পাথরঘাটায় ১ কেজি ১০০ গ্রাম গাজা সহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড দক্ষিন জোন পাথরঘাটা। জানা গেছে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মুতাইন্না খাল সংলগ্ন ছোট কালভার্ট এলাকায় গত ৬ জুলাই রোজ শনিবার রাত আটটার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সবুজ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়।আটককৃত সবুজ পাথরঘাটা উপজেলার হাঁড়িটানা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এই অভিযানের নেতৃত্বে দেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কনটিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান। এ বিষয়ে কন্টিনেন্ট কমান্ডার এর কাছে জানতে চাইলে বরিশাল.নিউজকে তিনি জানান,মাদক ব্যবসায়ী সবুজের কাছে পাওয়া গাঁজা জব্দ করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।