
পাথরঘাটায় নদী থেকে আহত হরিণ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় আহত অবস্থায় বিষখালী নদী থেকে একটি হরিণ উদ্ধার করেছে সুন্দরবন বন বিভাগ।জানা গেছে, ৯ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে হরিণটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া হরিণটির আনুমানিক বয়স তিন থেকে চার বছর। ওজন প্রায় ৫৫ থেকে ৬০কেজি। হরিণটির পেছনের বাঁ পায়ে অগভীর ক্ষত পরিলিক্ষত হয়। পেট এবং ঘাড়েও যখম ছিলো বলে জানিয়েছে বণ বিভাগ। শারিরীক অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিক হরিণটিকে ব্যাটারি চালিত রিক্সা যোগে বন বিভাগের তত্বাবধানে পাথরঘাটা পশু চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।বণ বিভাগ জানিয়েছে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থা অবলোকন করে তাকে পুনরায় বণে অবমুক্ত করা হবে।