পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ’ উপ-প্রকল্পের ২ বছর বাস্তবায়ন শেষে গত সোমবার (২০ নভেম্বর) সংগ্রাম প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ। সংগ্রাম’র কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি পাথরঘাটা ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন- জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মো: মাসুম, পিকেএসএফ’র সহকারী প্রোগ্রাম অফিসার মো: শফিউল ইসলাম, প্রেসক্লাব’র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল প্রমুখ। শুঁটকি নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন- এসইপি প্রকল্প ব্যবস্থাপক মো: ইউসুফ। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটার মা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সোহেল মাহমুদ, জুনায়েদ সিকদার শুঁটকি ঘর এর স্বত্বাধিকারী মো: ইমরান সিকদার, মায়ের দোয়া শুঁটকি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: ইলিয়াস হাওলাদার, কলাপাড়ার মোসার্স নোমান ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: নোমান মাঝি, পাথরঘাটার মেসার্স মদিনা ফিশারিজ এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী সিকদার মো: মাহমুব ও অনলাইন শুঁটকি ই-কমার্স প্লাটফর্ম বর ডি গুনা এর ব্রান্ড লালাদিয়া কে শ্রেষ্ঠ টেকসই উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে কুয়াকাটা ও লালাদিয়া শুঁটকির প্রদর্শণী স্টল ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে অংগ্রহন করেন- বরগুনা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ।