পাথরঘাটায় ব্রাকের ইউপিজি কর্মসূচির অবহিতকরণ সভা সম্পন্ন
বরগুনা অঞ্চলের ব্র্যাক ইউপিজি কর্মসূচি পাথরঘাটা শাখার উদ্দ্যোগে গত ১৭ই অক্টোবর’২৩ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ে ইউপিজি কর্মসূচির অবহিতকরণ সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব রুকনুজ্জামান।উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব কৃষিবিদ মো: শওকত হোসেন,উপেজেলা প্রকৌশলী জনাব চন্দ্রকুমার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: রেজাউল করিম,উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মো: কবির আহমেদ, উপজেলা ফরেষ্ট্রি অফিসার জনাব মহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মিজান সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার জনাব ডা: মাসুদ রানা, উপেজলা পরিবার পরিকল্পনা অফিসার জানাবা ডা:বিজলী বালা মিত্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো:মোকছুদুল আলম,সহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিন এর পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, জাতীয় দৈনিক মুক্ত এর পাথরঘাটা প্রতিনিধি আরফি তৌহীদ।
উক্ত অবহিতকরন সভার সঞ্চালনা করেন ব্র্যাক বরগুনা অঞ্চলের জনাব বিগ্রহলাল অধিকারী এসটিও(এইসি এ্যান্ড সিআই)।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক বিধান চন্দ্র মল্লিক, কৃষিবিদ দেলোয়ার হোসাইন (ডেপুটি ম্যনেজার, কৃষি), আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: মজিবর রহমান, মো: গোলাম মোরশেদ মিয়া (এসটিও (পি/এল), শাখা ব্যবস্থাপক সমীর কর এবং এব উক্ত কর্মসূচির সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ। সভার শুরুতে ডিস্ট্রিক্ট ব্র্যাক করডিনেটর জনাব মারুফ পারভেজ ব্র্যাকের পরিচিতি নিয়ে আলোচনা করেন।এরপর ডেপুটি ম্যানেজার, কৃষিবিদ দেলোয়ার হোসাইন ইউপিজি কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, কম্পোনেন্ট, গ্র্যাজুয়েশন এ্যাপ্রোচ, এবং সদস্য নির্বাচনের প্রক্রিয়া, সদস্যদের কি কি সহায়তা প্রদান করা হয় এবং গ্রুপ ও হোম ভিজিটের মাধ্যমে কি কি সচেতনতা প্রদান করে থাকে, ইউপিজি কর্মসূচি দেশ ও দেশের বাইরে সরাসরি ও ট্যাকনিক্যালি যেখানে যেখানে কাজ করে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানের মধ্যভাগে আমন্ত্রিত মেহমানগন তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন।ব্রাকের ইউপিজি কর্মসূচির ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: রেজাউল করিম ব্রাকের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন অতি দরিদ্র পরিবারের ঝড়ে পড়া শিক্ষা নিয়ে আপনারা যে কাজ গুলো করছেন অবশ্যই সেটি দেশের শিক্ষার হার আরো বেগবান করবে। আমরাও চাই আপনাদের সাথে এক হয়ে কাজ করত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
জনাব মো: মোকছেদুল তার বক্তব্যে বলেন,এই এলাকাটি একটি দুর্যোগ প্রবন এলাকা।আমরা জানি ব্রাক দুর্যোগ কালীন সময়ে সাধারণ মানুষের পাশে দারিয়েছে।আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের কর্মসুচিগুলো আমাদের সাথে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করবেন বলে আশা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: মো: মাসুদ রানা তার বক্তব্যে বলেন ব্র্যাক সবসময় অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেশি কাজ করে থাকে তবে টিভি পরীক্ষার মেশিন গুলো নষ্ট হলে যাতে দ্রুত সার্ভিসের ব্যবস্থা করেন সেই সাথে শিশু মৃত্যু সাথে মার্তৃ মৃত্যু নিয়ে যেনো আরও কাজ করেন সেই ব্যাপারে পরামর্শ ব্যক্ত করেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শওকত হোসেন বলেন, খাদ্য নিরাপত্তা এবং কৃষি কার্যক্রম ও সবজি চাষের উপকরন প্রদানে ব্রাকের কার্যক্রম গুলো খুবই প্রশংসনীয়।সেই সাথে আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন তাদের তালিকা আমাদের কাছে থাকলে আমরা হয়তো সেই তালিকা দেখে বাকীদেরকে সহজে সেবা দিতে পারব।
উক্ত সভায় দৈনিক মুক্ত খবর এর পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক আরিফ তৌহীদ ব্রাকের ইউপিজি কর্মসূচীর প্রশংসা করে বলেন,আমার জানামতে অত্র এলাকার অতি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইতিমধ্যে ব্র্যাক থেকে গরু,ছাগল, হাস মুরগী ইত্যাদি প্রদান করেছে।তবে ব্রাকের এসব কর্মকান্ডের ব্যাপারে আমাদের অবগত করলে পরবর্তীতে আমরা সেগুলো অবশ্যই তুলে ধরবো।সভায় উপস্থিত বাংলাদেশ প্রতিদিন এর পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন,ব্রাকই সর্ব প্রথম ২০০৭ সালের ভয়াবহ সিডরে পরর্বতী সময়ে অত্র এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করেছিল।যার ফলে ব্রাকের প্রতি সর্বসাধারণের ব্যাপক আস্থা রয়েছে বলে আমি মনে করি।
সব শেষ, সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব রুকনুজ্জামান ব্র্যাকের সেবামুলক কাজের জন্য ভুয়সী প্রশংসা করে বলেন, ব্র্যাক বর্তমানে দেশে ও বিদেশ একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত লাভ করেছে।তিনি আরো বলেন শুধু আমি না ব্র্যাকের সেবা সম্পর্কে জানেনা এমন কেউ বাংলাদেশে নেই।আমার মা ছিলেন একজন ব্র্যাকের শিক্ষক আমার বোন ছিলেন ব্র্যাকের স্কুলের ছাত্রী সেই সুবাদে ব্রাক আমার কাছে অতি পরিচিত একটি প্রতিষ্ঠান।আমরা ব্রাকের সব ধরনের সেবা মূলক কাজে পাশে থাকবো।বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ব্রাকের সকল জনকল্যাণমূলক কার্যক্রমে আমি পাশে থাকবো।