
ব্রাকের ইউপিজি কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে গরু বিতরণ
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি(BRAC)এর ইউপিজি কর্মসূচীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে গৃহপালিত পশু গরু বিতরণ করা হয়েছে।আজ ২২ আগষ্ট রোজ মঙ্গলবার বিকেলে ব্রাক ইউপিজি পাথরঘাটা শাখা অফিসের সামনে এই কার্যক্রম সম্পন্ন হয়।জানা গেছে,ব্রাকের ইউপিজি কর্মসূচীর আওতায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এমন কার্যক্রম চলমান থাকবে।আর যার ফলে স্বাবলম্বী হয়ে উঠবে অত্র উপজেলার খেটে খাওয়া অসহায় পরিবার গুলো।চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজও কয়েকটি হতদরিদ্র পরিবারকে গরু প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: আলমগীর হোসেন,ব্রাকের দাবি কর্মসূচীর রিজিওনাল ম্যানেজার জনাব মাহমুদুল হাসান, ব্রাক ইউপিজি কর্মসূচীর পাথরঘাটা এর শাখা ব্যবস্থাপক জনাব সমির কর সহ আরো অনেকে।