
পাথরঘাটার কাঠালতলীতে ব্রিজ আছে, সংযোগ সড়ক নেই:দূর্ভোগে জনগন
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী বাজারের শাখা খালের উপর নির্মানাধিন ঢালাই ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ না করেই যেনো লাপাত্তা ঠিকাদার। বিকল্প কাঠের পুল ধ্বসে পরতে পারে যে কোনাে মুহূর্তে। স্থানীয় সপ্তগ্রাম স্কুল এন্ড কলেজের অসংখ্য শিক্ষার্থী এবং কাঠালতলী, পরিঘাটা গ্রাম ছাড়াও পার্শবর্তী মঠবাড়িয়ার বাবুবাজার এলাকার হাজার হাজার জনসাধারণ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প কাঠের পুল পাড় হলেও কর্তৃপক্ষ উদাসীন ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাগেছে, ব্রিজটির দুইপাড়ের বাসিন্দাদের ঘর দোকানপাট সরাতে দীর্ঘ সময় লাগান ঠিকাদার। উভয়পাড়ের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধা আব্দুল খালেক মিয়া এবং পঙ্কজ অধিকারী এই দুটি পরিবারকে কমবেশী খরচ দিয়ে ঘর সরাতে সক্ষম হলেও সংযোগ সড়কের কাজ অজ্ঞাত কারনে রেখেছেন বন্ধ। ব্রীজের উত্তর পাড়ের ক্ষতিগ্রস্ত পঙ্কজ অধিকারীর স্ত্রী সুদেবী রানী বলেন,আমরা নানা তদ্বির তালাফি করে কিছু আর্থিক সহায়তা পাই।ঠিকাদারের পক্ষ থেকে বলাহয় সংযোগ সড়ক তৈরিকালে আমাদের ভিটিতেও বালু দিয়ে ভরাট দিয়ে দিবে।অথচ আমরা টিনের ছাপরার নিচে ঝুঁকি নিয়ে বসবাস করলেও ঠিকাদারের খবর নাই। কাঠালতলী ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন,আমরা খুব শিগগিরই ছাত্রছাত্রী/অভিভাবক এবং স্থানীয়দের নিয়ে মানববন্ধন করব। এছাড়া আর কোনো উপায় দেখছি না।