
পাথরঘাটায় গভীর রাতে গাঁজা সহ আটক ১
বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ কুপধন এলাকা থেকে নাসিম(২৩)নামে এক যুবককে গাঁজা সহ আটক করেছে পুলিশ।
জানা যায়, নাসিম(২৩)ঐ গ্রামে জয়নুল আবেদীনের ছেলে।গত ২৯ তারিখ দিবাগত রাত ৩ঃ৩৫ মিনিটে অত্র এলাকার নদী তীরবর্তী ভেরীবাদের পাশে অবস্থিত ল্যাম্পষ্টের পাশ থেকে নাসিমকে(২৩) সাদা কাগজে মোড়ানো একটি গাঁজার পোটলা সহ আটক করে পাথরঘাটা থানা পুলিশ। ওজনানুসারে যার পরিমান দাড়ায় ২০(বিশ)গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ২,৫০০ টাকার কাছাকাছি।
পাথঘাটা থানার এ এস আই কবির খান জানান,গোঁপন সংবাদের ভিত্তিতে আমরা উক্ত স্থানে পূর্ব থেকেই অবস্থান করছিলাম এবং আসামীর গতিবিধি লক্ষ্য করছিলাম।আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালাবার চেষ্টা করলে সেখান থেকে নাসিম নামে একজনকে আটক করতে সক্ষম হই।
নাসিমের নামে পাথরঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি জিডি করা হয়েছে বলে জানায় পাথরঘাটা থানা কর্তৃপক্ষ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহ-আলম এর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য উল্লেখ করা সম্ভব হয়নি।