
পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাকন,সম্পাদক জসিম
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২৩ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক এশিয়াবানী’র পাথরঘাটা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম কাকন সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পাথরঘাটা উপজেলা সংবাদদাতা ও পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক এএসএম জসিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা শেষে সকল সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, উপজেলা লেখক পরিষদের যুগ্ন- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জয় বিশ্বাস আজকের পরিবর্তন, যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জসিম বাংলা টিভি, সাংগঠনিক সম্পাদক আল আমিন ফোরকান পাথরঘাটা নিউজ ও দৈনিক প্রতিদিনের সংবাদ, কোষাধ্যক্ষ আরিফ তৌহিদ দৈনিক মুক্ত খবর, দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম দৈনিক আলোকিত প্রতিদিন, বিএ সাকিব দৈনিক ঢাকা প্রতিদিন, মো. ফিরোজ দৈনিক গনমুক্তি, মো. মহিবুল সমাজ দর্পন, তাওহীদুল ইসলাম ঢাকারিপোর্ট২৪.কম, মো. নাসির উদ্দীন সোহাগ দৈনিক সময় পত্রিকা, কাশেম রাসেল পদ্মা নিউজ।