পাথরঘাটার কৃতি সন্তান পিন্টু বেপারীর পদোন্নতিতে উপজেলা প্রেসক্লাবের সংবর্ধণা
বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান পিন্টু ব্যাপারী স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবর্ধণা দেয়া হয়।
পিন্টু ব্যাপারী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের প্রয়াত নিবারণ বেপারী ও সাধনা রানীর ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম কাকন, সাধারণ সম্পাদক এএসএম জসিম, কোষাধ্যক্ষ জয় বিশ্বাস, সাংবাদিক আল আমিন ফোরকান, তাওহিদুল ইসলাম শুভ,আরিফ তৌহীদ,মো. মহিবুল, মো. জিয়া, কাসেম রাসেল, নাসির উদ্দিন সোহাগ প্রমুখ।
পিন্টু ব্যাপারী জানান, এই পদোন্নতি দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমি মানুষের পাশে থেকে কাজ করার জন্য বেশি অনুপ্রাণিত হয়েছি এই পদোন্নতিতে। এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।