শিক্ষাব্যবস্থার গুণগত উৎকর্ষ নির্ভর বাজেট বরাদ্দের উপরে বরগুনায় শিক্ষা বাজেট শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম ও গণসাক্ষরতা অভিযান’র বাস্তবায়নে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় বরগুনা পৌরসভার হল রুমে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা শুরু হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসনে’র সভাপতিত্বে ও লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুর রহমান, পিটিআই’র সুপারিনটেনডেন্ট অরুণ কুমার পান্ডে, সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরগুনার সভাপতি জিয়াউল করিম, পাথরঘাটা কলেজ’র অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বরগুনা প্রেসক্লাব’র সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস, বরগুনা সরকারি কলেজ’র সহযোগী অধ্যাপক মনজুরুল হাসান, জেলা শিক্ষা অফিস’র বিদ্যালয় পরিদর্শক অসিত মিত্র, পৌর প্যানেল মেয়র হোসনেয়ারা চম্পা, বরগুনা মক্তিযোদ্ধা ট্রাস্টির প্রতিষ্ঠাতা সাংবাদিক চিত্তরঞ্জন শীল, টেলিভিশন সাংবাদিক ফোরামে’র সভাপতি জাফর হোসেন হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষা বাজেট বিষয়ক ধারণাপত্র পাঠ করেন, সংগ্রাম’র উপ-নির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মাদ মঈন। শিক্ষা বাজেট বিষয়েক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মো: মাসউদ সিকদার। এ মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষা বাজেট বৃদ্ধির খাত ও শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে আলোচনা করেন, বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন নেসা, পিটিআই পরীক্ষণ বিদ্যালয়’র প্রধান শিক্ষক আয়শা সাথী, নাপিতখালী পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ’র প্রভাষক আ: হক, ব্র্যাক’র জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ ও ডেমা গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক আ: রাজ্জাক। বাজেটের সদ্ব্যবহার ও বাজেট বৃদ্ধিতে শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন আবিষ্কার উঠে আসবে, কারিগরি ও আইসিটি শিক্ষা ব্যবস্থা জোড়দার হবে-এ আলোচনায় এসকল বিষয় উঠে আসে। শিক্ষকদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দানে সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।