
সংগ্রামের আয়োজনে শুরু হলো টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’
সংগ্রাম’র আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়নে যুব সমাজের উদ্যোগে, আজ পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে হাতেমপুর খেলাঘর বনাম রুহিতা ক্রিড়া পরিষদের “টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচে হাতেমপুর খেলাঘর বিজয়ী হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম। উন্নয়নে যুব সমাজ ইউনিয়ন সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।
উপস্থিত ছিলেন হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র, উপজেলা ক্রিড়া সংস্থার হেমায়েত হোসেন ভুট্টো, ইউপি নারী সদস্য ফাতেমা বেগম, ইউপি সদস্য মো. আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পাথরঘাটা ইউনিয়নের যুব নেতৃবৃন্দ এবং সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।