
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার (১৫ অক্টোবর ২০২২ ইং) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির নেতৃত্বে ডিবির একদল চৌকস টিমের অভিযানে ,রাত সাড়ে আটটায় বরগুনা সদর থানাধীন ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের অন্তর্গত পরিরখাল গ্রামের ৭নং ওয়াডর্স্থ আলিসার মোড় জনৈক কবির হাং এর চা-বিস্কুট এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে বেল্লাল হোসেন (২৩) নামের এক ব্যক্তিকে ১ কেজি অবৈধ মাদক গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা। জানা যায় গ্রেফতারকৃত বেল্লাল হোসেন বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের, গাবতলী গ্রামের মোঃ ইউসুফ ফকির এর ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম স্যারের মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা ,তারিই ধারাবাহিকতায় বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যাক্তিকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।