সব
পাথরঘাটায় কাগজ দেখতে চাওয়ায়, নিজ বাইকে আগুন দিলেন মালিক

পাথরঘাটায় কাগজ দেখতে চাওয়ায়, নিজ বাইকে আগুন দিলেন মালিক
বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা নামক স্থানে এক যুবক তার নিজের মটর বাইকে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে- আজ বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঐ যুবক জানায় সে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন এমতাবস্থায় জালিয়াঘাটায় এক ট্রাফিক পুলিশ সদস্য তার গাড়ীটি থামানোর জন্য সিগনাল দেয়।অতঃপর গাড়ি থামালে তার কাছে গাড়ির কাগজপত্র দেখতে চায়।এক পর্যায়ে সেই যুবক একটি কাগজ না দেখাতে পারায় তার কাছে টাকা দাবি করে বলে অভিযোগ করেছে ঐ যুবক।
তবে ঐ পুলিশ সদস্য টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে।
এক পর্যায়ে ট্রাফিক পুলিশের হয়রানিতে অতিষ্ট হয়ে নিজের গাড়ি নিজেই পুুড়িয়ে দেন ঐ যুবক।