ঘুরতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সাথে পলাতক সেই প্রেমিক -প্রেমিকা আটক
কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া স্বামীকে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়েছে গৃহবধু নুরে জান্নাত । আলোচিত এঘটনার ৭ দিন পরে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই গৃহবধূকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।
গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নুরে জান্নাতের প্রেমিক ও লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে বেধরক মারধর করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমান (২৪) এর সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (নোমানের দুলা ভাইয়ের) বাড়িতে আত্মগোপন করে।
গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ওই গুহবধু বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নুরে জান্নাত।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামী কে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে আত্মগোপন করা সেই আলোচিত প্রেমিক -প্রেমিকা তালতলীতে আবস্থান করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে।