
পাথরঘাটায় এক তাবলীগ সদস্যের আকস্মিক মৃত্যু
বরগুনার পাথরঘাটার থানা সংলগ্ন মসজিদে গতকাল রাত পৌঁনে ৯টার দিকে এক তাবলীগ সদস্যের আকস্মিক মৃত্যু হয়।
হিরন শিকদার(৬৫) নামে ঐ তাবলীগ সদস্য মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্যপাড়া গ্রাম থেকে তাবলীগ জামায়তের কেন্দ্র ঘোষিত স্থান হিসেবে পাথরঘাটা থানা মসজিদে অবস্থান নেন।
সাথে থাকা অন্যান্য তাবলীগ সদস্যরা জানায়- “আমরা এশার নামাজ শেষ করে, আমলে বসেছিলাম।তিনি চেয়ারে বসে আলোচনা শুনছিলেন।হঠাৎ তিনি চেয়ার থেকে আমাদের এক সদস্যের গায়ের উপর ঢলে পড়েন।”
এর কিছুক্ষণ পরে ডাক্তার এসে হিরন শিকদারকে(৬৫) মৃত ঘোষণা করেন।জানা যায় হিরন শিকদার (৬৫) আগে থেকেই ফুসফুস ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন।
উল্লেখ্য তার শরীরে কোন ধরনের সন্দেহ জনক চিহ্ন বা দাগ নেই তাই ধারনা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিক ভাবেই হয়েছে।