
বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ পালিত হয়েছে। স্থানীয় এনজিও সংগ্রাম’র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহায়তায় দিবসটি পালন করেছে। বরগুনাস্থ সংগ্রাম’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই দিবসকে ঘিরে আলোচনা সভায় সংগ্রাম’র বরিশাল বিভাগে কর্মরত ৫০ জন ব্যবস্থাপক, ৭ জন এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা মিলে ৮৮ জন অংশগ্রহনকারী অংশ নেয়। সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য “সাক্ষরতা শিখন, ক্ষেত্রের প্রসার” বিষয়বস্তু করে বরগুনা জেলা শিক্ষা নেটওয়ার্কের সভাপতি ও চ্যানেল আই এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু এবং প্রবীণ শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক ও টিআবি-সনাকের সাবেক সভাপতি আবদুর রব ফকির জ্ঞানগর্ভ আলোচনা করেন। বক্তব্য রাখেন সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম ও নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। আলোচনার শুরুতে সংগ্রাম বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির ১০০ টি বৈকালিন শিক্ষা সহায়তা কেন্দ্রের তথ্য নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন ঐ প্রকল্পের সমন্বয়ক মাসউদ সিকদার।