বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবলীগের আহবানে সাড়া দিয়ে বরগুনা জেলা যুবলীগ শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৭ জুলাই) বরগুনা সার্কিট হাউস প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম এ্যাটমের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। বৃক্ষরোপন ও বিতরণ শেষে সজীব ওয়াজেদ জয় সহ তার পরিবারের প্রত্যেক সদস্যর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।