
“একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ’র সহযোগিতায় ও সংগ্রাম’র উদ্যোগে ৫ জুন বেলা ১০টায় পাথরঘাটাস্থ পদ্মা সাইক্লোন শেল্টার থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি ও প্রবীণদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পদ্মা বাজার প্রদক্ষিণ শেষে র্যালিটি পূণরায় পদ্মা সাইক্লোন শেল্টারে এসে শেষ হয়। অতপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পদ্মা সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম বাস্তবায়িত এসইপি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো. ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন, পাথরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি চৌধূরী মোহাম্মদ ফারুক। দিবসের উপর তাৎপর্য তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সংগ্রাম’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মাসউদ সিকদার। এসইপি প্রকল্প সম্পর্কে ধারণা দিয়েছেন প্রকল্পের সংশ্লীষ্ট পরিবেশ কর্মকর্তা মো. আরাফাত ইসলাম। বক্তব্য রেখেছেন প্রথম আলো’র উপজেলা প্রতিনিধি আমীন সোহেল, লেখক ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, এসএমসি সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় নেতা কামাল হোসেন, পরিবেশ কর্মী মো. হিরু, প্রমুখ।
শুটকি প্রক্রিয়াজাতকরণে ক্ষুদ্র-উদ্যোক্তা কর্তৃক আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশমুক্ত শুটকি উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগ বাস্তবায়নে পিকেএসএফ’র সহযোগিতায় সংগ্রাম শুটকি নির্ভর পাথরঘাটা উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (ঝঊচ)’র আওতায় “বাংলাদেশের দক্ষিণের উপক‚লীয় অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে পরিবেশবান্ধব বিষমুক্ত ও নিরাপদ শুঁটকি উৎপাদন ও বাজারজাতকরণ” প্রকল্প বাস্তবায়ন করছে। এর সাথে জড়িত শুটকি মালিক, শ্রমিক, পরিবেশ ঝুঁকিতে অবস্থানরত সাগর ঘেঁষা সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দুইশত অংশগ্রহনকারি এই র্যালি ও আলেচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উক্ত প্রকল্পের আওতায় সংগ্রাম আয়োজন করেছে।