গল্প
কবিতা- বন্য পশুর টেনশন
বন্য পশুর টেনশন
মোঃ খলিলুর রহমান
আমরা হলাম বন্য পশু
মোদের লাগে ভয়,
কখন যেন কোন মানুষটা
পশু হয়ে যায়।
ওদের জ্বালায় মানব সমাজ
হয়ে যাচ্ছে নষ্ট,
মানব জাতি পাচ্ছে আজ
কত রকম কষ্ট।
ভয়ে ভয়ে থাকি মোরা ওরা বনে
যদি পরে এসে,
ওদের জ্বালায় আমরা তখন
যাব কোন দেশে।
বনের পশু বনে থাকি শুধু
পেটটি ভরতে চাই,
এর বাহিরে চাওয়া পাওয়া
মোদের কিছু নাই।
মানব রূপের পশু গুলো
যে যত পায়,
যাহার যত বেশি আছে
সে তত বেশি চায়।
মানুষ রূপি পশুর দল যাচ্ছে
যে হারে বেড়ে,
আমরা যারা বন্য পশু যেতে হবে
বন জঙ্গল ছেড়ে।
মানুষ জাতি তোমরা সভ্য
যদি দাবি করতে চাও,
তবে মানুষ রূপি পশু গুলোর
পশুত্বকে ধ্বংস করে দাও।
আমরা যে ,যে পশু আছি
মোদের স্বভাব সবার জানা,
মানুষ রূপি পশু তোরা
তোদের যায় না চেনা।
তোদের স্বভাব দেখে মোরা
বন্যরা ভয় পাই,
তোরা যদি বনে আসো
মোদের রক্ষা নাই।
মানুষ রূপি পশুর দল
পশুত্ব কর বর্জন,
মানব জাতি সভ্য জাতি
সেই গুণ গুলো কর অর্জন।
তোমরা মানুষ ,মানুষ হও
জাতি হবে ধন্য,
আমরা পশু বনে থাকি
আমরা হই বন্য।