পাথরঘাটায় করোনা রোগীদের পাশে দাড়াতে হট লাইন চালু করলেন মেহেদী হাসান।
বরগুনার পাথরঘাটায় এবার করোনা রোগীদের সব ধরনের রোগীদের পাশে দাড়ানোর আশ্বাস দিলেন মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান।
এসময় তিনি বার্তা সম্পাদক মিরাজ হোসেন কে মুঠোফোনে জানিয়েছেন আমি পাথরঘাটার সকল করোনা রোগীদের পাশে দাড়াতে চাই এটি নিয়ে তিনি ফেইসবুকেও সবাইকে জানিয়েছেন। করোনাপজেটিভ_রোগিদের_সাহায্য_করতেচাই।
আপনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। আপনার প্রয়োজন ঔষধ, পানি, খাবার, ইত্যাদি। বের হতে পারছেন না। পরিবারের লোকজন ভয় পাচ্ছে। আমাকে নির্দ্বিধায় ফোন করুন, আমি পৌঁছে যাব আপনার বাসায়।
আমি আপনাকে সাহায্য করবো। ইনশাআল্লাহ
বিঃ দ্রঃ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তিকে দাফন- কাফনের কাজ করতে চাই। শুধু মাত্র পাথরঘাটায় এটি সবার জন্য উন্মুক্ত
মোবাইল- নং 01761880005